রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


মান্দায় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমুলক সভা


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২২ ০৬:৫৯

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:১২

নওগাঁর মান্দায় সামাজিক সম্প্রীতি সমাবেশ ও শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। পর পর দুইটি ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। দূর্গা পূজার উদযাপনের প্রস্তুতিমূলক সভার আগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদের নতুন অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি সমাবেশ ও দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীন কুমার দাস, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল মান্নান আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ প্রমুখ।

জানা গেছে, উপজেলায় এবারে দুর্গাপূজায় ১১৭টি ম-পে আয়োজন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ম-পগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারী থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top