রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


রাণীনগরে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ০২:৪৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৫৯

ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ঠ এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সংদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, সহকারী প্রকৌশলী সব্যচাষী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, রাণীনগর থানাপুলিশের ইন্সপেক্টর তদন্ত সেলিম রেজা ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দয়ারাম সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী,অভিভাবক, স্থানীয় দলীয় নেতা-কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরপি/ এসএইচ ০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top