রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


রাণীনগরে শেখ রাসেল দিবস উদযাপন


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২২ ০৪:২৮

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৬:৪৫

নওগাঁর রাণীনগরে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু,সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল ইসলাম,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা কমান্ডার ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরপি/ এসএডি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top