রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


রাণীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু


প্রকাশিত:
২৪ মে ২০২৩ ০৬:১৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০২:২২

ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে জামিল হোসেন (১৯) নামে এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে উপজেলার ভবানিপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত জামিল ভবানীপুর গ্রামের মৃত আজাদ প্রামানিকের ছেলে।

নিহত জামিল হোসেনের প্রতিবেশি চাচা সাহেল হোসেন বলেন, তিনিসহ জামিল ও আরো একজন শ্রমিক নিয়ে এদিন বিকেলে মাঠে ভূট্টা ক্ষেতে গিয়ে জমি থেকে ভূট্টা তুলছিলেন। এসময় ঝড়-বৃষ্টি আসলে মাঠের মধ্যে আলাদা আলাদা গাছের নিচে আশ্রয় নেই। এসময় বজ্রপাতে সে গুরুত্বর আহত হয়। তাকে সাথে সাথে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিলকে মৃত ঘোষনা করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে কৃষক নিহতের খবর পেয়েছি। পরিবার থেকে কোন অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top