রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


অপ্রয়োজনে আইইডিসিআরে ফোন, কিশোর গ্রেফতার


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২০ ২৩:১০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:১০

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের বিষয়ে যোগাযোগ করতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেয়া হটলাইন নম্বরে বিনা কারণে ফোন দেয়ায় নওগাঁর মান্দা থেকে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার ভালাইন ইউনিয়য়নের উত্তর ভালাইন গ্রামের বাড়ি তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

মান্দা থানা পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন বলেন, আইইডিসিআরের হটলাইন নম্বরে অকারণে ফোন দিয়ে নম্বরটি ব্যস্ত রাখত মেহেদী হাসান। এ ঘটনায় ঢাকার গুলশান থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top