রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


পত্নীতলায় ধান বিক্রি করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত


প্রকাশিত:
২৯ মে ২০২০ ১৬:৫১

আপডেট:
২৯ মে ২০২০ ১৬:৫১

ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় ধানবোঝাই ট্রলিতে থাকা দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৯ মে) সকাল ৭টার দিকে সাপাহার-পত্নীতলা সড়কের খরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পত্নীতলার চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে মাহাবুব (৪২) এবং আনোয়ার হোসেন (৪০)।

পত্নীতলা থানা পুলিশের ওসি পরিমল চক্রবর্তী জানান, সকালে পত্নীতলা সদর থেকে ট্রলিতে ধান নিয়ে মাহাবুব ও তার ভাই আনোয়ার সাপাহারের মধইল বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন।

পথে খরাইল মোড়ে একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন ট্রলিতে থাকা আরও দুইজন। তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top