রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত


প্রকাশিত:
১১ জুন ২০২০ ০০:৪১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৩০

ছবি: পত্নীতলায় সড়ক দূর্ঘটনা

নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দূর্ঘটনায় সেলিম (২২) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১০জুন) সকাল ১০টার দিকে উপজেলার মধইল-মানাশি মোড়ে ট্রাক্টর উল্টে চাপা পড়ে এ দূর্ঘটনাটি ঘটে।

এঘটনায় আবদুল্লাহ নামে এক শ্রমিক আহত হয়েছে। নিহত সেলিম জেলার সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের আটাপাড়া গ্রামের বাসিন্দা।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বলেন, চালক সেলিম সকালে পত্নীতলার নজিপুর নদী থেকে থেকে ট্রাটর করে বালু নিয়ে সাপাহার যাচ্ছিল। এসময় উপজেলার মধইল-মানাশি মোড়ে পৌঁছলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে উল্টে যায়। এতে ট্রাক্টের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সেলিমের মৃত্যু হয়।

পরে পত্নীতলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

আরপি/আআ-০৪

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top