রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


নওগাঁয় ৮১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক


প্রকাশিত:
১ জুলাই ২০২০ ২৩:০০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:০০

৮১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নওগাঁর মান্দায় ৮১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩২ লক্ষ টাকা।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার উত্তর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৩৯) এবং একই জেলার বি-পাড়া গ্রামের মোসলেমের ছেলে মিজানুর রহমান মিজান (৩০)।

র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (সিপিএসসি) অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরীঘাট নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

এসময় গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো খ ১২-৫৪৫২), ৩টি মোবাইল সেট ও নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।

মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, র‌্যাব আটককৃতদের মান্দা থানায় সোপার্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। 

আরপি/ এএন-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top