রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


পত্নীতলায় করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু


প্রকাশিত:
১৪ জুলাই ২০২০ ০৫:০৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৪৪

ছবি: প্রতীকি

নওগাঁর পত্নীতলায় করোনা শনাক্তের ৪ দিন পর আব্দুস সাত্তার (৫৭) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলার নিজ বাসভবনে মারা যান তিনি। নিহত আব্দুস সাত্তার উপজেলার গোড়হাড়িয়া গ্রামের মহীর উদ্দীনের ছেলে।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ জানান, আব্দুস সাত্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমটিইপিআই পদে কর্মরত ছিলেন। নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় নিজ বাসভবনে বসবাস করতেন তিনি। করোনা ভাইসের নানান উপসর্গ থাকায় গত ৪ জুলাই আব্দুস সাত্তারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৯ জুলাই নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এ অবস্থায় তাকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

সোমবার দুপুরের দিকে হঠাৎ করেই আব্দুস সাত্তারের শারীরীক অবস্থার অবনতি ঘটে এবং বিকেল ৩ টার দিকে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন-কাফনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

আরপি/আআ-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top