রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


রামেক হাসপাতালে করোনায় নওগাঁর এক নারীর মৃত্যু


প্রকাশিত:
১৯ জুলাই ২০২০ ০১:০৮

আপডেট:
৫ মে ২০২৫ ০০:৫৩

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। তার নাম তানজিলা খাতুন (৫০)। নওগাঁর সাপাহার উপজেলার এরেন্ডা গ্রামে এই নারীর বাড়ি।

আজ শনিবার (১৮ জুলাই) রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার তিনি মারা যান। তিনি করোনা পজিটিভ ছিলেন। তানজিলা খাতুন গত ৯ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তানজিলার মৃত্যুর পর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়। তাদের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করছেন।

এর আগে ভোররাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামাল নামে করোনা আক্রান্ত এক ব্যক্তি রামেক হাসপাতালে মারা যান। 

আরপি/ এএন-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top