রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


মহাদেবপুরে কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:০৫

কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ

বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে নওগাঁর মহাদেবপুরে ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নাবী জাতের (বিআর-২২) রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ২০২০-২০২১ অর্থ বছরের প্রণোদনা সহায়তার আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, ৬৭ শতক জমি লিজ নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আপদকালীন কমিউনিটি ভিত্তিক রোপা আমনের বীজ বপন করা হয়েছিল। সেখানে উৎপাদিত চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top