মহাদেবপুরে যুবকের আত্মহত্যা
                                নওগাঁর মহাদেবপুরে রাজিব রবিদাস (৩০) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলা সদরের মাংশহাটি এলাকার মৃত বিশ্বনাথ রবিদাসের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে রোববার সন্ধ্যায় তিনি সকলের অগোচরে তার নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দেয়। বাড়ীর লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা এন্ট্রি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।
আরপি/আআ
বিষয়: আত্মহত্যা যুবক মহাদেবপুর ময়না তদন্ত

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: