রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতে পাখি বিক্রেতার জরিমানা


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৩

আপডেট:
৫ মে ২০২৫ ০৫:৪৯

পাখি বিক্রেতার জরিমানা। ছবি: প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতে দেলোয়ার হোসেন (৪০) নামে এক পাখি বিক্রেতার এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সে জেলার পোরশা উপজেলার গোরখাই গ্রামের সাদেক আলীর ছেলে।

উপজেলার কুঞ্জবন গ্রামের পাখি গবেষক মুনসুর সরকার জানান, বুধবার দুপুরে ওই ব্যক্তি ১৫ টি দেশীয় ঘুঘু পাখি শিকার করে খাঁচায় পুড়ে মহাদেবপুর হাটের কবুতর বাজারে বিক্রি করতে নিয়ে আসে। স্থানীয় পরিবেশবাদী সংগঠন প্রাণ ও প্রকৃতির সদস্য সাজ্জাদ হোসেন দেখতে পেয়ে বিষয়টি সংগঠনের সভাপতি কাজী নাজমুল ও মুনসুর সরকারকে জানায়। তারা সেখানে গিয়ে বিষয়টি মোবাইলফোনে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তার নির্দেশে থানা পুলিশ ঘটনাস্থল থেকে পাখিসহ দেলোয়ারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান মিলন দেলোয়ারের এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়ে পাখিগুলো অবমুক্ত করেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মহাদেবপুর থানার এসআই এরশাদ মিঞা, এসআই আবু রাইহান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরপি/আআ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top