রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


মহাদেবপুর শিক্ষা অফিসের ভূয়া ভাউচার দেয়া প্রকল্পগুলোর কাজ এখনও সম্পন্ন হয়নি


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৩:১৫

শিক্ষা অফিসের ভূয়া ভাউচার দেয়া প্রকল্পগুলোর কাজ। ছবি: প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের গত অর্থবছরের প্রায় দুই কোটি টাকার প্রকল্পের কাজ এখনও সম্পন্ন হয়নি। ৩০ জুনের মধ্যে কাজগুলো শুরু করা না হলেও শতভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে ভূয়া ভাউচার দাখিল করা হয়েছে।

বুধবার বিকেলে সরেজমিনে উপজেলার খাজুর ইউনিয়নের শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শহীদ মিনারের নির্মাণ কাজ চলছে। বেশীরভাগ স্কুলেরই কাজ এখনও শেষ হয়নি বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

জানতে চাইলে উপজেলা প্রামথিম শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু জানান, প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়নি। কিন্তু এখনও তারা কিভাবে প্রকল্পের কাজ করছেন তার কোন সদুত্তর দিতে পারেননি কেউ। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ইতিমধ্যেই তদানিন্তন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল ইসলামকে পোরশা উপজেলায় বদলী করা হয়েছে।

বিষয়টি তদন্ত করার জন্য ঢাকা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ বিভাগের উপ-পরিচালক রায়হানুল ইসলাম বৃহস্পতিবার মহাদেবপুর আসছেন।

 

আরপি/আআ-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top