রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


মহাদেবপুরে এনজিও’র চাপে গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২০ ০৭:৩০

আপডেট:
৫ মে ২০২৫ ০৪:২০

প্রতীকি ছবি

নওগাঁর মহাদেবপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে হাজেরা বিবি (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামের ছাইদুলের স্ত্রী।

ঋণের বোঝা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা। স্থানীয় সূত্র জানায়, কয়েকটা এনজিও থেকে বেশকিছু টাকা ঋণ নিয়েছিলেন হাজেরা।

বৃহস্পতিবার আশা এনজিওতে তার কিস্তি দেওয়ার দিন ছিলো। এদিন সকালে স্বামীর সাথে তার ঝগড়া হয়। বিকেলে সকলের অগোচরে নিজ শয়ন ঘরে তিনি গ্যাস ট্যাবলেট খায়। বাড়ির লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। রাত ১০ টার দিকে মহাদেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের পর শুক্রবার নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top