রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


নওগাঁয় আওয়ামীলীগের মতবিনিময় সভা


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২০ ০১:১৩

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:০৩

 আওয়ামীলীগের মতবিনিময় সভা। ছবি: প্রতিনিধি

নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কয়েকটি মহল্লার আঞ্চলিক কমিটির সাথে পৌর আওয়ামীলীগের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পাটালীর মোড়ে এই মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান।

৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এটিএম আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পদক কাজী জিয়াউর রহমান বাবলু, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামীলীগের সভানেত্রি সুলতানা পারভীন রাণী প্রমুখ।

আগামী পৌর নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়। এছাড়া শহরের লাটাপাড়া, আনন্দনগর, ঈদুর বটতলীসহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়। এসময় আওয়ামীলীগ ও দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top