মহাদেবপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর নওহাটা মোড় ফাঁড়ি পুলিশ মিথন কুমার পাল (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তিনি উপজেলার ভীমপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের স্বপন পালের ছেলে।
নিহতের বড় ভাই সুফল পাল জানান, বিকেল ৩ টায় তিনি বাড়ীর দোতালায় গিয়ে তার ছোট ভাইয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তিনি কোন কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে তাদের ধারণা। তিনি বলিহার ডিগ্রী কলেজের ছাত্র ছিলেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।
আরপি/আআ
বিষয়: মহাদেবপুর ঝুলন্ত লাশ উদ্ধার
আপনার মূল্যবান মতামত দিন: