রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নওগাঁয় নতুন ২ ব্যক্তি করোনা আক্রান্ত


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২০ ২২:২৮

আপডেট:
৫ মে ২০২৫ ০০:৪১

নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ জন নওগাঁ সদর উপজেলা এবং অপর ব্যক্তি বদলগাছি উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত মোট ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩শ ৬ জন-এ।

নওগাঁ সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুমের বরাত দিয়ে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোরশেদ জানিয়েছেন এ সময় কেউ সুস্থ্য হন নি। তবে এ পর্যন্ত মোট সুস্থ্য হওয়া রোগির সংখ্যা ১ হাজার ২শ ২৫ জন।

সূত্র মতে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ ব্যক্তিকে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৫ জন এবং বদলগাছি উপজেলায় ২ জন। এ সময় জেলায় কোয়ারেনটাইন থেকে ২৬ ব্যক্তিকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ পর্যন্ত মোট ছাড়পত্র দেয়া হয়েছে ১৫ হাজার ৫শ ৮৮ ব্যক্তিকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ৪শ ২৯ জন।

গত ২৪ ঘন্টায়ও কেউ মৃত্যু বরন করেন নি। মৃতের সংখ্যা আগের মতই যথারীতি ২১ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাঁকীরা নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করছেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top