রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


পত্নীতলায় পউস পাঠাগার উদ্বোধন


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২০ ২১:৩৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৩৭

সবার আগে মানুষ হব, আলোকিত পত্ননীতলা গড়ব, এই স্লোগান নিয়ে নওগাঁর পত্নীতলায় পউস পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার সকাল ১০টায় নজিপুর বাসস্ট্যান্ড পউস পাঠাগার কাযালয়ের অর্ণি প্লাজার ২য় তলায় অলাভজনক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, নওগাঁ-২ আসনের সাংসদ শহিদুজ্জামান সরকার।

পত্নীতলা উপজেলা সমিতি পউস এর আয়োজনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পউস পাঠাগারের পরিচালনা পরিষদের সভাপতি মোজাহার আলী।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে ফিতা কেটে পউস পাঠাগার উদ্বোধন করা হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top