রাজশাহী শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫, ২৫শে শ্রাবণ ১৪৩২


মহাদেবপুরে করোনা প্রতিরোধ কমিটির সভা


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২০ ২১:৫৭

আপডেট:
৮ আগস্ট ২০২৫ ১৮:৫১

 

নওগাঁর মহাদেবপুরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিটির প্রধান উপদেষ্টা নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, থানার ওসি নজরুল ইসলাম জুয়েল।

সভায় ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ সভা শেষে ‘উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স’ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top