রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকরী বিএনপি: কাদের


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২০ ২০:১৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:২৪

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকরী হচ্ছে বিএনপি।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে মন্ত্রী সম্মেলনে যোগ দেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে নয়, বিএনপির রাজনীতিতেই ভয়াবহ দুর্দিন চলছে। তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক তারা দিচ্ছেন, প্রকৃতপক্ষে তা উন্নয়ন ও স্বাধিনতাবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা।’

যথা সময়ে সম্মেলন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সম্মেলন যথা সময়ে না করলে সংগঠনের মধ্যে যানজট শুরু হয়। তাই জেলার নেতাদের যথা সময়ে সম্মেলন আয়োজন করতে বলেন তিনি।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস‌্য ইমাজ উদ্দিন প্রামানিক, শহিদুজ্জামান সরকার, আনোয়ার হোসেন হেলালসহ আরও অনেকে বক্তব‌্য রাখেন। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top