রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


বাস ভাড়া বাড়ল ৬০ ভাগ, কাল থেকে কার্যকর


প্রকাশিত:
৩০ মার্চ ২০২১ ১৭:৪৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৩৭

ছবি: সংগৃহীত

গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্তের কারণে বাস ভাড়া ৬০ ভাগ বাড়ানো হয়েছে। আগামীকাল থেকে কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ সকালে সিদ্ধান্তের এই কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য, দেশে গত বছর করোনা প্রাদুর্ভাবের পর অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর সিদ্ধান্ত দিয়েছিল সরকার। তখনো বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল।

বছর গড়িয়ে সংক্রমণ আবার বাড়তে থাকায় গতকাল ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এক দফায় বলা হয়েছে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

আরপি/ এসআই-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top