রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


কলম ছাড়াই লিচু গাছে আম!


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২১ ০৫:৩২

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১২:২১

ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁও জেলা সদরের বালিয়া ইউনিয়নের কলোনীপাড়ায় আব্দুর রহমানের বসতভিটায় ৫ বছর আগে রোপনকৃত লিচু গাছে এমন বিরল দৃশ্য দেখা গেছে।

লিচু গাছে আম ধরেছে, এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। অবাক করা কান্ড দেখতে ভিড়ও জমাচ্ছেন মানুষ।

এক স্থানীয় বাসিন্দা জানান, লিচুর গাছে আমের ফল বিষয়টি অবাক করার মতো। আব্দুর রহমান লিচুর গাছে আম ধরেছে এমন কথা তিনি বললে কেউ বিশ্বাস করতেন না।

সবাই মনে করতো হয়তো তিনি লিচু গাছে কলম করে আম গাছের চারা রোপন করেছে। কিন্তু তা নয়।

আব্দুর রহমানের কথা শুনে এলাকার কয়েকজন মানুষ বাড়িতে গিয়ে দেখেন লিচু গাছে লিচু ফলের সাথে আম ঝুলছে।

এ বিষয়ে গাছের মালিক আব্দুর রহমান জানান, ৫ বছর আগে বাড়িতে লিচু গাছের চারাটি রোপন করি। এবার লিচু গাছে আশানুরুপ মুকুল আসে। গাছ পরিচর্চা করতে গিয়ে চোখে পড়ে লিচুর সাথে একই ডালে একটি আমও ফলেছে। পরে বিষয়টি ছড়িয়ে পড়ে।

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top