রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


২য় দফায় ৬৯৮৮ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ


প্রকাশিত:
১০ মে ২০২১ ০২:১২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৬:৪১

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকার দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে আট বিভাগের ছয় হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে।

এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। রোববার (৯ মে) মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের এক হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের এক হাজার ৩৪৭, বরিশাল বিভাগের ৫৭৩, খুলনা বিভাগের ৭৭০, ময়মনসিংহ বিভাগের ৫৬৭, রাজশাহী বিভাগের ৬৮৪, রংপুর বিভাগের ৫৭২ ও সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে।

উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট এ তালিকায় প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনবিহীন গেজেট নিয়মিত করার পর পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। এর আগে গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্ব প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top