রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


যাত্রীদের চাপে ৫ জনের প্রাণহানি


প্রকাশিত:
১২ মে ২০২১ ২২:৩৭

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২১:৫৪

ছবি: সংগৃহীত

করোনার মহামারির কারণে ঈদযাত্রায় বিধিনিষেধ থাকার পরও শিমুলিয়া ঘাট থেকে ফেরিতে গাদাগাদি করে বাংলাবাজার আসার সময় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন কমপক্ষে ২০ জন।

বুধবার (১২ মে) দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে। শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, নিহত পাঁচজনের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছে। শিশুটির নাম আনছার মাদবর (১২)। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। সে নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে। বাকি চারজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঘাট সূত্রে জানা গেছে, দুপুরে বাংলাবাজারের তিন নম্বর ফেরিঘাটে শাহপরাণ নামে ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে শিশু আনছার মাদবর অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়।

এরপর এনায়েতপুরী নামে আরেকটি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে। কিন্তু ফেরিটি প্রায় তিন ঘণ্টা দেরিতে শিমুলিয়া ঘাট থেকে ছাড়ে। এতে প্রচণ্ড তাপদাহ ও যাত্রীদের চাপে ফেরির মধ্যই দুই নারী ও দুই পুরুষ মারা যান। তাপদাহে কমপক্ষে ২০ জন অসুস্থ হয়েছেন।

আরপি / এমবি-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top