রাজশাহী শুক্রবার, ১লা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২


কমেছে ভ্যাকসিন গ্রহণের বয়সসীমা


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ০২:০৪

আপডেট:
২০ জুলাই ২০২১ ০৩:৫৭

ভ্যাকসিন গ্রহণ। ফাইল ছবি

ভ্যাকসিন গ্রহণ। ফাইল ছবি

করোনার ভ্যাকসিন গ্রহণের বয়সসীমা কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুয়ায়ী, ৩০ বছর বয়সী নাগরিকরাও করোনার টিকা নিতে পারবেন। সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোভিড টিকাদান কর্মসূচি সংক্রান্ত কমিটির একটি ভার্চ্যুয়াল সভায় রবিবার (১৮ জুলাই) এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমরা সুপারিশ করেছিলাম বয়সসীমা ১৮ বছরে নামানোর জন্য, কিন্তু সভায় সিদ্ধান্ত হয় বয়সসীমা আপাতত ৩৫ থেকে কমিয়ে ৩০ করার এবং পর্যায়ক্রমে সেটিকে ১৮ বছরে নামিয়ে আনার।’

সভায় ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী রোহিঙ্গা শরণার্থীদের টিকা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর বয়সীদের টিকা দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার।

এখন পর্যন্ত সরকার বিভিন্ন উৎস থেকে ১ কোটি ৭৯ টিকা পেয়েছে। এরমধ্যে রয়েছে ভারত ও চীন থেকে উপহার পাওয়া ৩৩ লাখ ও ১১ লাখ ডোজ টিকা।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top