রাজশাহী বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২


চট্টগ্রামে দেড় কোটি টাকার সিগারেট জব্দ


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০১৯ ০২:৪১

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ১২:২৩

 

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দেড় কোটি টাকার সিগারেট জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ২৯ জন যাত্রীর কাছ থেকে ৭ হাজার ১৮৩ মিনি কার্টুন সিগারেট জব্দ করেছেন করেছে কাস্টমস কর্মকর্তারা।

কাস্টম হাউস চট্টগ্রামের উপ কমিশনার মো. রিয়াদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এ কাস্টস কর্মকর্তা বলেন, দুবাই থেকে কয়েকজন যাত্রী আমদানি নিষিদ্ধ সিগারেট নিয়ে আসছেন এমন গোপন সংবাদ আসে। ভোর ৫টা ৩৯ মিনিটে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৩৮ ফ্লাইটে ২৯ জন যাত্রীর ব্যাগ তল্লাশি করে সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দ ৭ হাজার ১৮৩ মিনি কার্টন সিগারেটের আনুমানিক মূল্য এক কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকা।

যাদের কাছ থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরপি/ এএন

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top