রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


যুবকের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০১৯ ০৭:৪৯

আপডেট:
৫ মে ২০২৫ ০২:৩১

হাফিজুর রহমান সোহান

এক যুবক পিস্তল হাতে আকাশের দিকে গুলি ছুড়ছেন এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার দুপুরে ভিডিওটি ছড়িয়ে পরার পর সেই যুবকের পরিচয় শনাক্ত করে তাকে আটকের জন্য অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জের পুলিশ।

ভিডিওতে হাফিজুর রহমান সোহান নামের এক যুবককে তার ডান হাতে থাকা একটি পিস্তল দিয়ে আকাশের দিকে গুলি ছুড়েতে দেখা যাচ্ছে। ভিডিও ক্লিপটির দৈর্ঘ্য মাত্র পাঁচ সেকেন্ড। হাফিজুর (২২) ফতুল্লা থানাধীন পাগলা বটতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেছেন, হাফিজুরের বিরুদ্ধে একটি মারামারি মামলা রয়েছে।

ওসি জানান, ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পরার পর পুলিশের নজরে আসে। গোয়েন্দা পুলিশ অনুসন্ধান করে বিস্তারিত তথ্য ও পরিচয় শনাক্ত করে। সোহান কুতুবপুরের একাধিক মামলার আসামি মীর হোসেন মীরুর অনুসারী।

তিনি আরও বলেন, “গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী ভিডিওটি এক-দুই বছর আগে ধারণ করা। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়ছে সোহান। ভিডিওটি আগের হলেও এটা আইনগত দণ্ডনীয়। তাই তাকে আটকের জন্য সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ অস্রের উৎস কী সেটা উদঘাটনেও কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top