রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০১৯ ২২:২৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:২০

চুয়াডাঙ্গার ম্যাপ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে আব্দুল গনি (৩০) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিক ও সেদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আব্দুল গনি চাকুলিয়া এলাকার তাহের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে গনি গরু আনার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় কিছু নাগরিক তাকে ধরে বেদম মারধর করে বিএসএফর কাছে সোপর্দ করে।

এসময় বিএসএফ সদস্যরাও তাকে মারধর করে বাংলাদেশের সীমানায় ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সকালে মারা যান তিনি।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top