রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


বীরগঞ্জে পাওয়ার টিলার চাপায় শিশু নিহত


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০১৯ ০৫:২৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৯:১৩

ছবি: প্রতীকী

দিনাজপুরের বীরগঞ্জে কৃষি কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত পাওয়ার টিলার চাপায় মো. মোন্নাফ ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় পশ্চিম দেবারুপাড়া গ্রামের বীরগঞ্জ-দেবীগঞ্জ গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মো. মোন্নাফ ইসলাম বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পশ্চিম দেবারুপাড়া গ্রামের মো. মিজানুর ইসলামের ছেলে।
শিশুটির দাদা মো. আব্দুস সাত্তার জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে দিয়ে কৃষি কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত পাওয়ার টিলার যাচ্ছিল। সে পাওয়া টিলারের পিছু পিছু হেঁটে যাচ্ছিল। পরে পাকা সড়কে উঠতে গিয়ে পাওয়া টিলারটি পিছলে পড়ে যায়। এ সময় পেছনে থাকা মো. মোন্নাফ চাপা পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য অশ্বিনী কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু মো. মোন্নাফ ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আরপি/এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top