রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


থানায় জিডি করতে এসে পুলিশের মোবাইল চুরি!


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০১৯ ০৬:৩১

আপডেট:
৫ মে ২০২৫ ০৪:০৩

স্মার্ট কার্ড হারিয়ে ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করতে আসেন আবদুর রহমান (৬০)। ডিউটি অফিসার তাকে সহায়তায়ও করেন। কিন্তু জিডি করে চলে যাওয়ার সময় টেবিলে থাকা ডিউটি অফিসারের মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যান।

এ ঘটনা ঘটেছে বুধবার চট্টগ্রামের কোতোয়ালী থানায়। পরে সন্ধ্যায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মোবাইল চোর আবদুর রহমান।

আবদুর রহমান নগরের কোতোয়ালী থানার ১ নম্বর বংশাল রোডের ওমরা মিয়ার ছেলে। এ ঘটনায় থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শম্পা হাজারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
জানা যায়, সকাল ১১টার দিকে স্মার্ট কার্ড হারিয়েছে বলে থানায় জিডি করতে আসেন আবদুর রহমান। ডিউটি অফিসার তার জিডি লিপিবদ্ধ করেন। পরে আবদুর রহমান থানা থেকে চলে যাওয়ার সময় টেবিলে থাকা ডিউটি অফিসারের মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যান। পরে থানার সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ে।

কোতোয়ালী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন, ‘ডিউটি অফিসারের কক্ষ থেকে মোবাইল চুরির ঘটনায় আবদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।’

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top