রাজশাহী বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


প্রায় ১ লাখ বেড়েছে জিপিএ-৫


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২২ ০৪:৫২

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ০৫:৪২

ছবি: সংগৃহীত

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থী। যা গতবছরের তুলনায় প্রায় এক লাখ জিপিএ-৫ বেড়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বেলা ১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল), পরীক্ষা ২০২২ এর ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

এ সময় অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন।

তথ্য অনুযায়ী, গত বছর এই পাবলিক পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ ফাইভ বেড়েছে প্রায় ১ লাখ।

এসএসসিতে এবার পাস করেছে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী, গতবার যা ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

এবার এসএসসি ও সমমানে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ ছাত্রী। অন্যদিকে ১ লাখ ২১ হাজার ১৫৬ ছাত্র জিপিএ ফাইভ পেয়েছে।

এবার সাধারণ বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ শিক্ষার্থী। পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ।

দাখিলে জিপিএ ফাইভ পেয়েছে ১৫ হাজার ৪৫৭ শিক্ষার্থী। পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।

কারিগরি বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ১৮ হাজার ৬৫৫ শিক্ষার্থী। পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ।

 

আরপি/এসআর-০২


বিষয়: এসএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

Top