রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


শান্তিপূর্ণ সমাবেশসহ মানবাধিকার সনদ মেনে চলতে জাতিসংঘের তাগিদ


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২২ ০৭:২৮

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২৩:০৯

ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠান এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার সনদের বিভিন্ন বিধান মেনে চলার অঙ্গীকার রক্ষায় বাংলাদেশকে তাগিদ দিয়েছে। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস আজ বুধবার এক বিবৃতিতে এ তাগিদ দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে বিবৃতিটি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় লুইস গোয়েনের বিবৃতিতে।

আগামী ১০ ডিসেম্বর বিরোধী বিএনপির ডাকা গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে সরকারের সঙ্গে দলটির টানাপোড়েন চলছে। এর প্রেক্ষাপটে আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের অভিযান শুরুর ঘণ্টাখানেকের মধ্যে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটের দিকে জাতিসংঘের তরফ থেকে এ বিবৃতি দেওয়া হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top