রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভীর সঙ্গে মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২২ ১১:৫৯

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:০৮

ছবি: সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নারায়ণগঞ্জ সিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আমন্ত্রণে নারায়ণগঞ্জ সিটি পরিদর্শনে যান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

নগর ভবনে পৌছালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান নারায়ণগঞ্জ সিটি মেয়র। এরপর বিভিন্ন দুই সিটি উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন বিষয়ে মতবিমিয়ন করেন তাঁরা।

এরপর রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নগর ভবন, শেখ রাসেল নগর পার্ক, বাবুরাইল খাল ও চারুকলা ইন্সটিটিউট ঘুরে দেখান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৌশলীবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top