রাজশাহী শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২


নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৩

আপডেট:
৮ আগস্ট ২০২৫ ০৫:২০

ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো.মাসুদ (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সোনাইমুড়ী উপজেলার ১০নং আমিশাপাড়া ইউনিয়নের জোড় পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জেলার চাটখিল উপজেলার পশ্চিম সুন্দরপুর গ্রামের আন্দালী বাড়ির টুটু মিয়ার ছেলে এবং তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যবসার কাজে চাটখিল বাজার থেকে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর আমিশাপাড়া যাচ্ছিলেন মাসুদ। যাত্রা পথে জোড় এলাকায় পৌঁছলে সড়কের স্পিডব্রেকারের ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুত্বর জখম পায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনী প্রাইম হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়া উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top