রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৩ ১১:০৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:২৫

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের ১৪ ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে পুরান ঢাকার সুরিটোলার টিনশেডের গোডাউনে লাগা আগুন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ১০টা ৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১০টা আট মিনিটে নবাবপুরে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর আশপাশের ইউনিটগুলোকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরপর একে একে ১৪ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আমাদের ইউনিটগুলো সম্মিলিত চেষ্টায় রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ডিউটি অফিসার রাফি আল ফারুক।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top