রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৪ ১৪:৫৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:০৯

ফাইল ছবি

ঢাকার খিলগাঁও থানার এক মাদক মামলায় ১৩ বছর ধরে পলাতক মো. শাহদাত হোসেন (৩৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৩ মার্চ) নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহদাত হোসেন লক্ষীপুর জেলার সদর থানার ধারাপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে। বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, ২০১১ সালে ঢাকার খিলগাঁও থানার এক মাদক মামলায় গ্রেফতার শাহদাত হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার এক আদালত। শাহদাত ওইসময় গ্রেফতার হলেও পরবর্তীতে জামিনে গিয়ে পলাতক হন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১সহ যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শাহদাত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top