রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


গাজীপুরে তীব্র গরমে পিচে আটকে যাচ্ছে জুতার সোল


প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪ ২৩:০০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৯:৩০

 ছবি:সংগৃহিত

তীব্র দাবদাহে গাজীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের পিচ গলে যাচ্ছে; পিচে আটকে গেছে জুতার সোল। এতে নাজেহাল অবস্থায় পড়েছেন পথচারীসহ পরিবহণ চালকরা। সড়কের পিচ গলে যাওয়ার এমন দৃশ্য দেখে হতবাক তারা।

মাওনা থেকে কালিয়াকৈর পর্যন্ত ব্যস্ততম আঞ্চলিক সড়কের অন্তত ১০টি স্থানে তীব্র তাপপ্রবাহে কয়েক মিটার অংশজুড়ে সড়কের পিচ গলে গেছে। এতে যানবাহন চালক, স্থানীয় লোকজন ও পথচারীরা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন। ধীরগতিতে চলছে যানবাহন।

স্থানীয় লোকজন ও পরিবহণ চালকরা জানান, তীব্র গরম আর রোদে সড়কে পিচগুলো গলে আঁঠালো হয়ে গেছে। সড়কে হেঁটে পার হতে গেলে জুতা আটকে যায়। গাড়ির চাকায় আটকে গিয়ে গতি কমে যায়।

সিএনজিচালক মিলন হোসেন বলেন, এ সড়কে কয়েক বছরেও এমন চিত্র দেখি নাই। পিচ গলে যাওয়ায় গাড়ি চালাইতেও ভয় লাগে। আবার যাত্রী নামাইতে গেলে তারা নামতে পারেন না, জুতাসহ পা আটকে যায়।

চালকদের অভিযোগ, সড়কে অতিরিক্ত মাত্রায় বিটুমিন দেওয়ার কারণে ও নিম্নমানের জিনিসপত্র দিয়ে কাজ করায় পিচ গলে যাচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী অভি আহম্মেদ সুজন বলেন, এ সড়কটি কয়েক মাস আগে সংস্কার করা হয়েছে। গত কয়েক দিন ধরে রোদের তাপে গরমের কারণে বিভিন্ন স্থানে পিচ গলে যাচ্ছে। তবে আগে এমনটি হয়নি।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top