রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


ইতালি, স্পেনের মতো দেখতে না চাইলে ঘরে থাকুন : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২০ ০৩:৩৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৪৪

ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করেছে। যাতে মানুষ ঘরে থাকে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখনো অনেক মানুষ অকারণে রাস্তায় ঘোরাঘুরি করছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


রবিবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, হোম কোয়ারেন্টাইন না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

যারা ফেরত আসছেন এবং কোয়ারেন্টাইন মানছেন না, তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা কী ইতালি বা স্পেনের মতো ভয়াবহ পরিস্থিতি দেখতে চান? যদি না দেখতে চান তাহলে আমাদের দেয়া দিক-নির্দেশনাগুলো মেনে চলুন। আপনারা বাসায় থাকুন।

তিনি আরো বলেন, দেশের প্রতি মমতা থাকলে আপনারা ঘর থেকে বের হবেন না। আইসোলেশন থেকে বের হবেন না।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top