রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


বরিশালে মেডিকেল ছাত্র ও চিকিৎসক আক্রান্ত


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২০ ১৭:০৯

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২০:০৪

ছবি: সংগৃহীত

বরিশালে এক চিকিৎসক আর এক মেডিকেল ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শের-ই বাংলা মেডিকেল কলেজের এই ছাত্র ও জেলার গৌরনদী উপজেলার এই চিকিৎসক আক্রান্ত হওয়ার খবর শুক্রবার রাতে পাওয়া গেছে বলে জানিয়েছেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বাকির হোসেন।

বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, আক্রান্ত ছাত্র দুই দিন আগে কুমিল্লা থেকে বরিশালে এসেছেন। আর গৌরনদী উপজেলার চিকিৎসক কিভাবে আক্রান্ত হয়েছেন তা এখনও জানা যায়নি।


এদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওই হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে মারা যাওয়া ৭২ বছর বয়সী বৃদ্ধও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন বাকির হোসেন।

বরগুনার বেতাগী উপজেলার এই বৃদ্ধকে বৃহস্পতিবার তাদের হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় মৃত্যুর পর রাতে তার পরীক্ষার প্রতিবেদন আসে, জানিয়েছেন বাকির হোসেন।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top