রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


র‌্যাবের অভিযান

ঢাকায় ১২০০ করোনা কিট জব্দ জেল-জরিমানা


প্রকাশিত:
২২ এপ্রিল ২০২০ ১৬:১৯

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২০:০২

 

রাজধানীর রাজারবাগ ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা করোনাভাইরাস শনাক্তের এক হাজার ২০০ কিট উদ্ধার করেছে র‌্যাব।


র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে মঙ্গলবার বিকালে অভিযান চালানো হয়। র‌্যাবের সহকারী পরিচালক সুজয় সরকার জানান, এসব কিট দেশের বিভিন্ন জেলা শহরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হচ্ছিল।


র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটি কিট সংগ্রহ করেছিল। যা তারা কোনোভাবে করতে পারে না। সবচেয়ে বড় বিষয় এ কিটের কোনো অনুমোদন ও কোয়ালিটি নেই।
এ কিট সাধারণ মানুষের জন্য জীবনহানিকর। তারপরও তারা এসব কিট সাপ্লই দিচ্ছে। এসময় তিনজনকে আটক করা হয়। যাদের প্রত্যেককে দুই লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা এবং এক বছর ৯ মাস করে জেল দেয়া হয়েছে।
র‌্যাবের এই কর্মকর্তা বলেন, তারা এসব কিট জেলা-উপজেলা শহরে শুধু ব্যবসা করার জন্য বেশি দামে বিক্রি করত। তাদের একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল ছিল, যেটা ডিএইচএলের মাধ্যমে কোনো রকম অনুমতি ছাড়া অবৈধ উপায়ে আমদানি করেছে। আমরা সন্দেহ করছি, তারা এগুলো দেশেই নকলভাবে বানিয়েছে।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top