রাজশাহী বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৭ই ভাদ্র ১৪৩২


প্রেম ভেঙে যাওয়ার ঝাড়ফুঁক করায় কবিরাজকে খুন


প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২০ ০৫:২৫

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ০৬:৪০

প্রতীকি ছবি

প্রেম ভেঙে যাওয়ার জন্য ঝাড়ফুঁক করায় কবিরাজ সায়ের মোহাম্মদ সাগরকে হত্যা করা হয়। এ খুনের সাথে গ্রেফতার হওয়া ছয় জন র‌্যাবকে জিজ্ঞাসাবাদে এমনই তথ্য দিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মহিউদ্দীন (২২), মো. রাব্বী (২০), মো. কাইয়ুম (২০), মো. ইরফান (২০), নাইমুল হক সাকিব (১৯) ও আবদুল করিম রিফাত (২১)।

শুক্রবার সকালে নগরীর কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা থেকে তাদের গ্রেফতার করা হয়।র‌্যাব-৭ জানায়, গ্রেফতার হওয়া মহিউদ্দিনের সাথে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই মেয়ের পরিবার তাদের এ প্রেম মেনে নেয়নি।

তাই কবিরাজ সাগরের কাছে গিয়ে এ প্রেম ভেঙে যাওয়ার জন্য ঝাড়ফুঁক করে ওই মেয়ের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে মহিউদ্দিন ও তার সহযোগীরা কবিরাজ সাগরকে খুনের পরিকল্পনা করে। গত ১৯ এপ্রিল সাগরকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। একটি ক্ললেস মামলা হিসেবে এর তদন্ত শুরু করে র‌্যাব। পরে মহিউদ্দিনসহ ছয় জনকে গ্রেফতার করা হয়।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top