রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


ভারত থেকে এলো 'পেঁয়াজ'বাহী প্রথম ট্রেন


প্রকাশিত:
১০ মে ২০২০ ১৮:৩৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৫:০২

ছবি: প্রতীকী

কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন দুই দেশের বাণিজ্য বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজের চালান আসা শুরু করেছে। মালবাহী ট্রেনে করে শনিবার লকডাউনের পর প্রথমবার পেঁয়াজ এসেছে বাংলাদেশে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার পেঁয়াজবাহী প্রথম ট্রেন বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করেছে সে দেশের রেলওয়ে। কাস্টমস ছাড়পত্র পেলে ৪২ বগি পেঁয়াজ সুবিধাজনক স্থানে আনলোড করা হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার চারটি রেলওয়ে পয়েন্ট দিয়ে আরও কিছু মালবাহী ট্রেন নিত্যপণ্য নিয়ে আসবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় মাস ধরে ভারত থেকে পণ্য আনা-নেয়া বন্ধ রয়েছে। এই সময়ে উভয় দেশ লকডাউনে রয়েছে। যান ও রেল চলাচল বন্ধ রয়েছে।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top