রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
১২ মে ২০২০ ০৩:৩৮

আপডেট:
১২ মে ২০২০ ০৩:৩৯

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রী শিল্পী বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। ঘটনার পর থেকে স্বামী এনাম উদ্দিন (৪৫) পলাতক রয়েছেন।

সোমবার (১১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর বাঘা মাঝের মহল্লা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এনাম উদ্দিন পালিয়ে যান। নিহত শিল্পী বেগম উপজেলার দক্ষিণ বাঘা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ও তিন সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কয়েকদিন ধরে এনাম উদ্দিন দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিতে স্ত্রী শিল্পী বেগমকে চাপ প্রয়োগ করছিলেন। সোমবার দুপুরে এ নিয়ে এনাম উদ্দিন স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে এনাম উদ্দিন স্ত্রীর গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর এনাম উদ্দিন পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top