রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


পুকুরের পাশে মায়ের ঝুলন্ত লাশ, পানিতে শিশু সন্তানের


প্রকাশিত:
২৯ মে ২০২০ ১৭:৩৪

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২৩:১৯

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের কোম্পানি বাজার এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মো. মনুর স্ত্রী বিবি মরিয়ম (২৬) ও তার এক বছরের শিশু সন্তান। নিহত মরিয়ম তিন সন্তানের জননী।স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর পরকীয়া প্রেমের কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

এ থেকে মরিয়মকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামীর পরিবারের সবাই পলাতক রয়েছে।এ বিষয়ে সুধারাম মডেল থানা পুলিশের ওসি নবীর হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছি।

মায়ের মরদেহ গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায়। আর শিশুটির মরদেহ পাশেই পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে তদন্ত না করা পর্যন্ত এটি হত্যা না আত্নহত্যা তা বলা যাচ্ছে না।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top