রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


করোনায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির মৃত্যু


প্রকাশিত:
৯ জুন ২০২০ ১৯:৩১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৪০

 

ঢাকা মহানগর উত্তরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন । তার বয়স হয়েছিল ৬৭ বছর।

সোমবার রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।

জানা গেছে, মুক্তিযোদ্ধা বেলায়েত ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। সভাপতি হওয়ার আগে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

মহানগর উত্তর শাখার সভাপতি শেখ বজলুর রহমান জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে বেলায়েত হোসেন খান পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরে স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার দিকে তিনি মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন:

Top