রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


বেনাপোলে

২৫ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৩:০৩

ছবি: সংগৃহীত

রাকেশ মণ্ডল (৫০) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি, ২৫ হাজার আমেরিকান ডলারসহ  । তার পাসপোর্ট নম্বর: জেড-৫০৮২৯১৬।  ভারতের উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার সুরাখালি গ্রামের গোলাম মণ্ডলের ছেলে সে।

বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে তাকে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় আটক করা হয়। 

বিজিবি ব্যাটালিয়নের যশোর ৪৯ অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। 

কমান্ডার হাবিলদার আশেক আলী জানান যে আমাদের কাছে তথ্য ছিল- বেনাপোল থেকে ঢাকাগামী একটি পরিবহনে ভারতীয় নাগরিক রাকেশ মণ্ডল জুতার ভেতর বিপুল পরিমাণ আমেরিকান ডলার লুকিয়ে ঢাকায় নিয়ে যাবে।

ঐ তথ্যের ভিত্তিতে তাই আমরা ওই পরিবহনটি আমড়াখালী বিজিবি চেকপোস্টে এলে তল্লাশি অভিযান পরিচালনা করে রাকেশকে আটক করি। তল্লাশি অভিযান চলাকালে তার জুতার মধ্য থেকে ২৫ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানায় ডলারসহ তাকে সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।

 

আরপি/ডিজে



আপনার মূল্যবান মতামত দিন:

Top