রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


টাকা আত্মসাতের অভিযোগে

রমেক অধ্যক্ষসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৩৫

ছবি: সংগৃহীত

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নুর ইসলামসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কলেজের যন্ত্রপাতি কেনাকাটায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে দুদক এ মামলা করে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফেরদৌস রহমান। দুদক উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক কোম্পানির মালিক জাহের উদ্দিন সরকার, বেঙ্গল সায়েন্টিফিকের মালিকের বাবা আব্দুস সাত্তার, ছেলে আহসান হাবিব, ভগ্নিপতি আসাদুর রহমান ও রংপুর মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়াত হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা গত বছরের ২১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে দুর্নীতির আশ্রয় নিয়ে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

 

 

আরপি/ এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top