রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


দেশে করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি


প্রকাশিত:
২ জুলাই ২০২০ ১১:৫৬

আপডেট:
৫ মে ২০২৫ ১৩:২৪

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশে প্রথম করোনার টিকা (ভ্যাকসিন) আবিষ্কারের দাবি করেছে অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।
বুধবার (১ জুলাই) প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা পশুর শরীরে এই ভ্যাকসিনের সফলতা পেয়েছে। মানবদেহেও এর সফলতা পাওয়া সম্ভব বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

 আজ বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১২টায় টিকা আবিষ্কার নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে গ্লোব বায়োটেক লিমিটেড।

এদিকে দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে এক হাজার ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও তিন হাজার ৭৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ ৪৯ হাজার ২৫৮ জনে।

 

আরপি/ এআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top