রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


এন্ড্রু কিশোরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


প্রকাশিত:
৭ জুলাই ২০২০ ০৪:২৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৯:১৯

প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় এন্ড্রু কিশোরের মৃত্যুর পরপরই গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দীর্ঘদিন মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ভুগছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর।

সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টানা নয় মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহীতেই ছিলেন তিনি।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top